ইমরান, অবন্তিকা বিয়ের পরেই হানিমুনের জন্য উড়ে গেলেন থাইল্যান্ডে
১১ জানুয়ারি ২০১১মঙ্গলবারই হানিমুনের জন্য এই নবদম্পতি উড়ে গেছেন থাইল্যান্ডে৷ তবে মজার ব্যাপার হচ্ছে, হানিমুনের জন্যে শুধু এই কপোত-কপোতীই যাননি, সঙ্গে গেছেন আরো ৫০ জন অতিথি৷
ইমরান-অবন্তিকার প্রেমের বয়স আট বছর৷ সেই সম্পর্কের গাঁটছড়া বাঁধতেই সুপারস্টার মামা আমির খানের বাসাতে সম্পন্ন হয় বিয়ে৷ বিয়ের পরে ইমরান নববধূকে সঙ্গে নিয়ে নিজের বাসায় যান৷ নববধূকে বহনকারী কালো ‘পর্শে' গাড়িটি সাদা পতাকা দিয়ে সাজানো হয়েছিল৷ যার ওপর লেখা ছিল ‘জাস্ট ম্যারিড'৷ বিয়ে উপলক্ষ্যে ইমরানের বাড়ি সাজানো হয়েছিল রকমারি আলো আর ফুল দিয়ে৷ দু‘জনেই পড়েছিলেন ঐতিহ্যবাহী পোশাক৷ অবন্তিকার পড়নে ছিল লাল বর্ডার দেওয়া ধূসর রঙের লেহেঙ্গা চোলি, ওপরে সোনার কাজ৷ আর ইমরানের পড়েছিলেন কালো রঙের গলা বন্ধ শেরওয়ানি৷
নিজের বাড়িতে পৌঁছনোর পর ইমরান বলেন, ‘‘আমার যে বিয়ে হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে তা বুঝতে পারছি না৷ বুঝতে সময় লাগবে৷ তবে আমি খুব সুখি৷'' ২৭ বছর বয়সি ইমরানকে জিজ্ঞেস করা হয়, বিয়ে করে মেয়ে ভক্তদের হৃদয় ভেঙে তাঁর কেমন লাগছে ? ইমরানের সোজা উত্তর,‘‘আট বছর ধরে আমি সম্পর্কে জড়িত ছিলাম, তাই হৃদয় ভাঙার কোনো প্রশ্নই উঠে না৷ সবাই জানতো আমি প্রেম করছি, এবং কখনোই একা ছিলাম না৷ তাই বিয়ে করার বিষয়টি নতুন কিছু নয়৷''
বিয়ের অনুষ্ঠানে ইমরানের মামা আমির পড়েছিলেন ঐতিহ্যবাহী শেরওয়ানি এবং সঙ্গে মেরুন রঙের চুরিদার৷ স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে স্ত্রী কিরন রাও'ও পড়েছিলেন মেরুন-সোনালী লেহেঙ্গা৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: দেবারতি গুহ