ইউরোপের নিরাপত্তা বাড়াতে ঋণের সীমা শিথিল করলো জার্মানি
১৯ মার্চ ২০২৫জার্মান সংসদের নিম্নকক্ষ মঙ্গলবার ‘ডেট ব্রেক' হিসেবে পরিচিত সরকারের ঋণ নিয়ন্ত্রণ ও সুষম বাজেট সংক্রান্ত এক নীতি শিথিল করেছে৷ এর মাধ্যমে ঋণ করে হলেও প্রতিরক্ষা, অবকাঠামো এবং জলবায়ু সুরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পথ সুগম হলো৷
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বার্লিনে এক বেঠকের সময় শলৎস বলেন, ‘‘সংসদ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যা জার্মানিকে তার দায়িত্ব পালনে সক্ষম করবে৷''
মাক্রোঁ সেসময় শলৎসকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, এটা জার্মানি এবং ইউরোপের জন্য সুখবর৷
জার্মানির ভবিষ্যৎ চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসও কয়েকশ' বিলিয়ন ডলার অর্থ ব্যয়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, জার্মানি, ইউরোপ এবং ন্যাটোর জন্য এটা দরকার৷
তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘এটা আমাদের দেশের বিরুদ্ধেও এক যুদ্ধ, যা প্রতিদিন হচ্ছে৷''
তবে ঋণ নিয়ে প্রতিরক্ষা খাত শক্তিশালী করার এই উদ্যোগকে সামাল দিতে কৃচ্ছ্রতা সাধনের এবং আমলাতান্ত্রিকতা কমানোর কৌশলও ঘোষণা করেছেন তিনি৷
ম্যার্ৎসের খ্রিষ্টীয় গণতন্ত্রী পার্টি (সিডিইউ) এবং সেটির বাভারিয়া অংশ খ্রিষ্টীয় সামাজিক সিএসইউ, সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং সবুজ দল সংসদে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দেয়৷ ফলে এজন্য প্রয়োজনীয় সংসদের দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া সম্ভব হয়৷ তবে উগ্র ডানপন্থি দল এএফডি উদ্যোগটির সমালোচনা করেছে৷
উল্লেখ্য, জার্মান সরকার কতটা ঋণ নিতে পারবে, তার উপর এতদিন কড়া সাংবিধানিক বিধিনিষেধ ছিল৷ সংসদ সেটা শিথিল করায় প্রতিরক্ষা, নাগরিক সুরক্ষা, গোয়েন্দা কর্মকাণ্ড এবং সাইবার সুরক্ষা নিশ্চিতে সীমাহীন ঋণ নিতে পারবে দেশটি৷
এআই/এসিবি (ডিপিএ)