ইউনেস্কোর ঐতিহ্যশালী স্থানের নতুন তালিকা প্রকাশ
২০২৩ সালে ইউনেস্কো ঝালাই করেছে তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা৷ বাছাই অংশ রইলো ছবিঘরে...
প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি
বেলজিয়ামের টাইনে কট কমনওয়েলথ কবরস্থান উঠে এসেছে এবারের তালিকায়৷ ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত চলা যুদ্ধে নিহত সৈন্যদের মরদেহ এখানে শায়িত আছে৷
রুয়ান্ডার গণহত্যা
১৯৯৪ সালে রুয়ান্ডায় টুটসি গোষ্ঠীর মানুষদের গণহত্যা করা হয়৷ মুরাম্বি, নিয়ামাটা, গিসোজি ও বিসেসেরোর স্মারককে ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে৷ সেই সময় রুয়ান্ডায় প্রায় আট লাখ টুটসিকে মারা হয়েছিল৷ শুধু গিসোজিতেই মারা যান আড়াই লাখ টুটসি৷
ভারতে হোয়সালা যুগের স্মৃতি
ভারতের কর্ণাটকে এখনও রয়েছে বহু মন্দির যা স্মরণ করায় সেই অঞ্চলের হোয়সালা বা হৈসল যুগের কথা৷ হৈসল রাজারা প্রায় দেড় হাজার মন্দির বানিয়েছিলেন, যার মধ্যে মাত্র ১০০টি এখনও রয়েছে৷ ছবিতে সেই সময়ের চেন্নাকেশব মন্দির৷
ডেনমার্কের ঐতিহ্য
পাঁচটি আংটির আদলে গড়া এই দুর্গ ভাইকিং যুগের৷ ক্ষমতার প্রতীক ও নিরাপত্তা দিতে সক্ষম এই দুর্গ তৈরি হয়েছিল দশম শতাব্দীতে৷
জার্মানিতে ইহুদিদের স্মরণে
জার্মানির শহর এরফুর্টে মধ্য যুগে বাস করতেন বহু ইহুদি৷ সেই সময়ের কথা এখনও মনে পড়ে শহরে বহু স্মারক বা ভবন দেখলে৷ এগারোশ শতাব্দীতে সেখানে একটি সিনাগগ স্থাপিত করা হয়৷ এই সিনাগগটি বর্তমানে ইউরোপের সবচেয়ে পুরোনো, বড় ও সুনিপুণভাবে সংরক্ষিত সিনাগগের অন্যতম৷
দক্ষিণ কোরিয়ায় কবরের পাহাড়
৪২ থেকে ৫৩২ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্তমান দক্ষিণ কোরিয়াকে চেনা হতো গায়া রাজ্য নামে৷ সেই সময়ে এখানেই মৃতদের কবর দেওয়া হতো৷
চীনের চায়ের জঙ্গল
চা ছাড়া চীন? অসম্ভব! একথা বলেই ইউনেস্কো এবারের তালিকায় যুক্ত করেছে চীনের চিংমাই পাহাড় অঞ্চল৷ সেখানে কয়েক হাজার বছর ধরে বিশেষ পরিবেশে ও স্থানীয় লোকজ আঙ্গিকে চায়ের নানা ধরন তৈরি হয়৷
রাশিয়ার কাজান শহরের বিশ্ববিদ্যালয়
রাশিয়ার কাজান সিটি অ্যাস্ট্রনমিক্যাল অবজার্ভেটরি তৈরি হয় ১৮৩৭ সালে৷ পুরাতন জ্যোতির্বিদ্যা থেকে হালের মহাকাশ গবেষণার যাত্রা যে কত দীর্ঘ, তা এখানে আসলেই বোঝা যাবে৷ ইইনেস্কোর তালিকায় উঠে এসেছে শুধু এই অবজারভেটরিই নয়, কাজান শহরের পুরোনো অংশও৷
ইরানের কারাভান সরাই
হাজার হাজার বছর পুরোনো পথের গা ঘেঁষে সরাইখানা, যার নাম কারাভান সরাই৷ এমন বেশ কয়েকটি সরাইখানা আছে ইরানে, যা তৈরি করতে লেগেছিল কয়েকশ বছর৷ এই সরাইখানাগুলিতে আশ্রয় তো নেওয়া যেতোই, সাথে মিলত খাবার, পানীয় ও কখনো কখনো যাত্রা সঙ্গীও৷
রবীন্দ্রনাথের শান্তিনিকেতন
রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় গড়ে ওঠা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার শান্তিনিকেতন প্রকল্পের অন্তর্গত৷ ২০২৩ সালের মে মাসে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জানান যে, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রাখার জন্য সুপারিশ করা হয়েছে৷ ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমস এই সুপারিশ করে৷ এখন তা বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায়৷
লুইজা শেফার, কেরস্টিন শ্মিডট/এসএস