ইইউ-র উপরে শীঘ্রই মাসুল বসবে, জানালেন ট্রাম্প
৩ ফেব্রুয়ারি ২০২৫মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ''ইইউ-র পণ্যের উপরেও নিশ্চিতভাবেই মাসুল বসানো হবে। কারণ, ইউরোপের সঙ্গে অ্যামেরিকার বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি আছে। অ্যামেরিকা থেকে অনেক বেশি পরিমাণ পণ্য আমদানি করতে হবে ইউরোপকে। বিশেষ করে আরো বেশি করে গাড়ি ও কৃষিজাত জিনিস আমদানি করতে হবে।''
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ''ইউরোপীয় ইউনিয়নের উপর নিশ্চিতভাবেই মাসুল বসানো হবে। তবে কবে বসানো হবে তা বলছি না। খুব তাড়াতাড়িই তা হবে।''
যুক্তরাজ্য নিয়ে ট্রাম্প
তবে যুক্তরাজ্য নিয়ে ট্রাম্প কিছুটা নরম মনোভাবে দেখিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তারপরেও যুক্তরাজ্য়ের উপর মাসুল বসানো হতে পারে।
ট্রাম্প বলেছেন, ''স্টারমার চমৎকার মানুষ। আমাদের মধ্যে বারদুয়েক বৈঠক হয়েছে। বহুবার আমরা ফোনে কথা বলেছি। আমরা খুব ভালোভাবে এগোচ্ছি। আমরা দেখব, আমরা আমাদের বাজেটে সমতা রক্ষা করতে পারি কিনা।''
মেক্সিকো, ক্যানাডার সঙ্গে কথা হবে
ট্রাম্প ইতিমধ্যেই মেক্সিকো ও ক্যানাডার পণ্যের উপর ২৫ শতাংশ হারে মাসুল বসিয়েছেন। চীনের পণ্যের উপর ১০ শতাংশ হারে মাসুল বসিয়েছেন। এরপর মেক্সিকো ও ক্যানাডাও ২৫ শতাংশ হারে মাসুল বসিয়েছে।
চীন জানিয়েছে, তারা বিশ্ব বাণিজ্য সংস্থা(ডাব্লিউটিও)র কাছে যাবে। মামলা করবে। ক্যানাডাও একই কথা জানিয়েছে।
ট্রাম্প বলেছেন, তিনি সোমবারই মেক্সিকো ও ক্যানাডার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। ।
মঙ্গলবার থেকে মাসুলের এই নতুন হার চালু হচ্ছে। এর বিপুল প্রভাব ক্যানাডার ও মেক্সিকোর বাণিজ্যে পড়বে।
ইউএসএইড নিয়ে সংশয়
ট্রাম্প জানিয়েছেন, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড(ইউএসএইড)-এর ভবিষ্যৎ কী হবে তা তিনি খতিয়ে দেখছেন।
তিনি বলেছেন, ''ইউএসএইড কিছু কট্টরপন্থি পাগলের হাতে পড়েছে। আমাকে এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।''
রোববার ট্রাম্পের পরামর্শদাতা ইলন মাস্ক বলেছিলেন, ইউএসএইড হলো অপরাধী সংগঠন।
বার্তাসংস্থা রয়টার্স ও এপি জানিয়েছে, মাস্কের নেতৃত্বাধীন কমিটির হাতে কিছু গোপন নথি তুলে দেননি বলে ইউএসএইডের দুই সুরক্ষা-কর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
ইউএসএইড একটি স্বাধীন সংস্থা এবং মার্কিন কংগ্রেসের করা আইন অনুযায়ী এই সংস্থা তৈরি হয়। তাদের বাজেট বরাদ্দ হলো চার হাজার দুইশ কোটি ডলারেরও বেশি। তারা বিশ্বের বিভিন্ন দেশকে মানবিক ও উন্নয়ন প্রকল্পের জন্য সাহায্য করে।
অভিবাসীদের বিক্ষোভ
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার মানুষ ডনাল্ড ট্রাম্পের অভিবাসীদের ডিপোর্ট করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করেন। তারা রোববার লস এঞ্জেলস যাওয়ার জন্য ১০১ হাইওয়ে অবরেধ করে রাখেন।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই হাইওয়ে অবরোধ করা হয়। পুলিশ জানিয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)