ইঁদুরের চেয়ে ছোট্ট হাতিই তার পছন্দ
১৯ ফেব্রুয়ারি ২০২১বিজ্ঞাপন
এর কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘হাতিটি খুব ছোট আর তুলতুলে৷ তাছাড়া হাতি অসীম স্মরণশক্তির অধিকারী৷ হাতির প্রতি কেউ অবিচার করলে হাতি নাকি কয়েক দশক ধরে সেকথা মনে রাখে৷ আর এ কারণেই হয়ত হাতির প্রতি আমার আকর্ষণ আর ভালোবাসা একটু বেশি৷’’
১৯৭১ সালের ৭ মার্চ এই শো-এর প্রথম পর্বটি প্রচারিত হয়৷ সে হিসেবে আগামী মাসে শো-এর ৫০ বছর পূর্তি হচ্ছে৷ প্রথম পর্ব থেকেই ইঁদুরের চরিত্রটি আছে৷ এরপর ১৯৭৫ সালে তার বন্ধু হিসেবে শো-তে হাতির আগমন ঘটে৷
শিশুদের জন্য বাস্তব বিষয় নিয়ে মজার ছলে গল্প বলার অনুষ্ঠান হচ্ছে ‘দ্য শো উইথ দ্যা মাউস'৷
এনএস/জেডএইচ (ডিপিএ)
২০১৬ সালের ছবিঘরটি দেখুন...