আর্থিক সংকটের প্রভাব কাটাতে সক্রিয় দক্ষিণ আফ্রিকা
২৯ নভেম্বর ২০০৮আগামী বছরের নির্বাচনের আগেই অপরাধমূলক কর্মকান্ড হ্রাস করার ওপর জোর দেয় এএনসি৷
এএনসি দলের প্রধান জেকব জুমা শনিবার জোহানেসবার্গে অনুষ্টিত এক সম্মেলনে প্রতিনিধিদের জানান, বিশ্বের অর্থনৈতিক সংকট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে৷ ইমেলের মাধ্যমে তিনি জানান, আমাদের এই পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করতে হবে৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷
উল্লেখ্য, অতীতে এএনসির শীর্ষ নেতারা দারিদ্র দূর করতে এবং বেকারত্ব হ্রাস করতে বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল৷
তবে বিরোধী দল, কসাটু এবং দক্ষিণ আফ্রিকার সাম্যবাদী দল দেশের মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিচ্ছে৷ তারা জানায়, অর্থনৈতিক সংকট এড়াতে, তার মোকাবিলা করতে সরকারকে আরো বেশী করে বিভিন্ন খাতে ব্যয় বাড়াতে হবে৷
এএনসি জানিয়েছে, আগামী বছরের নির্বাচনী প্রচারণায় তাদের গৃহীত কর্মসূচীর একটি স্পষ্ট প্রতিচ্ছবি তারা তুলে ধরার চেষ্টা করবে৷ তবে ইতিমধ্যেই এএনসি গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় চিহ্নিত করেছে- নতুন এবং যথোপযুক্ত কর্মসংস্থান, স্বাস্থ্য নীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন, অপরাধমূলক কর্মকান্ড হ্রাস, গ্রামীণ জীবনের উন্নয়ন এবং প্রতিশ্রুতিবদ্ধ নতুন প্রজন্ম৷