আবারো ভূমিকম্প ইন্দোনেশিয়ায়
২৮ মে ২০০৬বিজ্ঞাপন
ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিলো ৬.২৷ঐতিহাসিক শহর য়োগয়াকার্তার ২৫ কিলোমিটার দক্ষিণে বানতুল শহর ছিলো এই ভূমিকম্পর কেন্দ্রস্থল৷ বানতুল এবং কুলোনপ্রোগো অঞ্চল সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা৷ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো বামবাম ইয়োধোইয়োনো ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ তত্পরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন৷ সারা বিশ্ব থেকে ত্রাণ সাহায্য আসছে৷