আফগানিস্তান : নিরাপত্তা পরিস্থিতির অবনতি
৮ আগস্ট ২০০৪বিজ্ঞাপন
শনিবার কাবুলে মার্কিন বাহিনীর এক মুখপাত্র বলেন, বর্তমানে নিরাপত্তা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে, যে সাহায্যকারী সংগঠনগুলির উপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে৷ আফগানিস্তানে মানবিক সাহায্যের সমন্বয়কারী আনিয়া ডেবেয়ার অবশ্য বলেছেন, যে NGO-গুলির মতে, সশস্ত্র দেহরক্ষী নিরাপত্তার নিশ্চয়তা হতে পারে না৷ উল্লেখ্য, গত শুক্রবারই এক হামলায় দুই নির্বাচনী কর্মী নিহত হয়েছে৷ তাদের সঙ্গে সশস্ত্র দেহরক্ষী থাকা সত্ত্বেও কাবুলের দক্ষিণে তাদের কনভয়ের উপর হামলা করা হয়৷
এদিকে ইউরোকর্পস বাহিনীর প্রধান - জঁ লুই পি শনিবার কাবুলে এসে পৌঁছেছেন৷ তিনি সোমবার ৬ মাসের জন্য ISAF বাহিনীর নেতৃত্ব গ্রহণ করবেন৷ আগামী ৯ই অক্টোবর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়, সেবিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন৷