আদালতে খালেদা জিয়া
৭ সেপ্টেম্বর ২০০৯২০০৭ সালের ৩রা জুলাই দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জিয়া অর্ফানেজ ট্রাষ্ট এর নামে কুয়েত সরকারের ৪ কোটি টাকা অনুদানের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ৮ জন৷ এর মধ্যে দু'জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়৷
রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল জানান, তারা আদালতে মামলার প্রেক্ষাপট তুলে ধরেছেন৷
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবি বিএনপি মহাসচিব এ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন আদালতে এই মামলাকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেন৷ তিনি মামলাটি আমলে না নেয়ার আবেদন করেন৷ বেগম জিয়ার আরেক আইনজীবী এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, খালেদা জিয়া নিজেও আদালতে কথা বলেন৷ খালেদা জিয়া বলেছেন ওই টাকা জিয়াউর রহমানের নামে এতিমখানা তৈরির জন্য বরাদ্দ ছিল৷
আদালত মামলাটি আমলে নিয়ে আগামি ২৫শে অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন৷ এদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দেবেন তাই সকাল থেকেই ছিলো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা৷ দলীয় নেতাকর্মীরাও ভিড় করেন আদালত চত্বরে৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক