আদালতেই গ্রেপ্তার মানিকের স্ত্রী-পুত্র
২৩ ফেব্রুয়ারি ২০২৩বুধবার কলকাতার এক আদালতে হাজিরা দিতে এসেছিলেন সাবেক পর্ষদ সভাপতি এবং তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা এবং ছেলে শৌভিক। তাদের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তাদের দুইজনকেই আগামী ৬ মার্চ পর্যন্ত জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মানিকের স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয়।
ইডি-র অভিযোগ, এর আগে দুইবার তথ্য গোপন করে বিদেশে গেছেন মানিকের ছেলে শৌভিক। শুধু তা-ই নয়, যুক্তরাজ্যে তাদের বাড়ি আছে বলে দাবি করেছে ইডি। বিচারক ইডি-র কাছে জানতে চান, কী করে এই অভিযোগ করছে ইডি। জবাবে ইডি জানায়, তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। যুক্তরাজ্যে রেসিডেন্ট ভিসার আবেদন করেছিলেন শৌভিক। তার থেকেই প্রমাণিত হয়, সেখানে তাদের বাড়ি আছে। বস্তুত, এই কারণেই তার নামে আগেই লুক আউট নোটিস জারি করা হয়েছিল। ইডি-র সন্দেহ ছিল, দেশ ছেড়ে পালাবেন শৌভিক।
ইডি-র অভিযোগ, শৌভিকের একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ছিল। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তারা বিভিন্ন বেসরকারি বিএড কলেজ থেকে দুই কোটির বেশি টাকা তুলেছে। এবিষয়েও তাদের হাতে নির্দিষ্ট তথ্য আছে বলে দাবি করা হয়েছে। বস্তুত, শৌভিকের নাম ইডি-র চার্জশিটেও আছে বলে দাবি করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী শতরূপাও সমানভাবে জড়িত বলে দাবি করেছে ইডি। এদিন শুনানির পর বিচারক তাদের গ্রেপ্তারের নির্দেশ দিলে আদালতেই মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। শতরূপাকে পাঠানো হয়েছে আলিপুর মহিলা সংশোধনাগারে। শৌভিককে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে।
এসজি/জিএইচ (আনন্দবাজার, এই সময়)