বিশ্বব্যাংকের প্যানেল
৮ অক্টোবর ২০১২বাংলাদেশ চেয়েছিল দুর্নীতির অভিযোগের তদন্ত পর্যবেক্ষণে গঠিত আন্তর্জাতিক প্যানেল এবং কর্মপ্রক্রিয়া ঠিক করার জন্য প্রতিনিধি দল এক সঙ্গেই আসুক বাংলাদেশে৷ চেয়েছিল দুর্নীতির তদন্ত এবং সেতুর কাজ পাশাপাশি চলুক৷ কিন্তু তাতে সায় দেয়নি বিশ্বব্যাংক৷ তারা চায় আন্তর্জাতিক প্যানেল আগে দুর্নীতির তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দেবে৷ তারপরই সেই প্রতিবেদনের ভিত্তিতে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন তাদের এই প্রাথমিক পর্যবেক্ষণে তেমন সময় লাগবে না৷
অর্থমন্ত্রী জানান তবে পদ্মা সেতু প্রকল্পের কাজ যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে৷ এব্যাপারে বিশ্বব্যাংক সম্মত হয়েছে৷ পদ্মা সেতুর জন্য দরপত্র আহ্বান, ঠিকাদারদের প্রাথমিক বাছাই সবই সম্পন্ন হয়েছিল৷
এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক প্যানেলকে তারা সব ধরনের সহায়তা করবেন৷ আন্তর্জাতিক এই প্যানেলের প্রধান হলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর গাব্রিয়েল মোরেনো ওকাম্পো৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক