আইপিএল: পরপর তিন ম্যাচে শেষ বলে ফয়সালা
জমে উঠেছে আইপিএল। পরপর তিনদিন শেষ বলে ম্যাচের ফয়সালা হলো। কে জিতবে বা হারবে, তা আগে থেকে বলা যাচ্ছে না।
ধোনি পারলেন না
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পারলেন না। ১৭ বলে ৩২ রান করেও তিনি দলকে জেতাতে ব্যর্থ। শেষ ওভারে চেন্নাইয়ের জেতার জন্য দরকার ছিল ২১ রান। ব্যাট করছিলেন ধোনি ও জাদেজা। জিততে গেলে শেষ বলে ছয় মারার দরকার ছিল। ধোনি পারেননি। তার আগে বেশ কয়েকটা ছয় মারলেও তার দুইশতম ম্যাচে শেষ বলে ছয় মারতে ব্যর্থ ধোনি।
সন্দীপ শর্মার শেষ ওভার
রাজস্থানের বোলার সন্দীপ শর্মার শেষ ওভারে বল করেন। শেষ দুইটি বল সন্দীপ ওয়াইড ইয়র্কার দেন। তাতে চার বা ছয় মারতে পারেননি ধোনি ও জাদেজা।
শেষ বলে ফয়সালা
এই নিয়ে পরপর তিনটি ম্যাচের ফয়সালা হলো শেষ বলে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে শেষ পাঁচ বলে ছয় মেরে টিমকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। শেষ বল পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতবে, কলকাতা না গুজরাট? উত্তেজনায় কাঁপছিল ইডেন গার্ডেনস। সেই ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। মুম্বই ও দিল্লির ম্যাচেও শেষ বলে ফয়সালা হয়েছে। রাজস্থান রয়্যালস ও চেন্নাইয়ের ম্যাচও শেষ বল পর্যন্ত গড়ালো। ছবিতে রাজস্থানের বোলার জাম্পা।
নায়ক রিঙ্কু
কলকাতা ও গুজরাট ম্যাচের নায়ক হয়ে যান রিঙ্কু। উত্তরপ্রদেশের অত্যন্ত গরিব পরিবারের সন্তান এই রিঙ্কু শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মেরে রাতারাতি নায়ক হয়ে গেছেন। তাকে নিয়ে এখন লেখালেখির শেষ নেই।
মুম্বই জিতলো শেষ বলে
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসও শেষ বলে জিতেছে। আইপিএলের একেবারে শেষে থাকা এই দুই দলের খেলাতেও প্রবল উত্তেজনা ছিল। শেষ বলে ফয়সালা সেই উত্তেজনা আরো বাড়িয়ে দেয়।
মুস্তাফিজুর খেললেন
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেন মুস্তাফিজুর। চার ওভার বল করে ৩৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি। মুস্তাফিজুরই প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি ২০২৩-এর আইপিএলে মঠে নামলেন। লিটন দাসও কলকাতার হয়ে খেলতে ভারতে চলে এসেছেন।
রাজস্থান-চেন্নাই খেলাতেও
রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের খেলাও ছিল চরম উত্তেজনায় ভরা। কখনো মনে হয়েছে, রাজস্থান জিতবে। কখনো মনে হয়েছে চেন্নাই। টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান ধোনি। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৫ রান করে রাজস্থান। চেন্নাই ২০ ওভারে ছয় উিকেট হারিয়ে ১৭২ রান করে। ছবিতে চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ছয় মারছেন।
এক নম্বরে রাজস্থান
চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর আইপিএলের পয়েন্টস তালিকায় এক নম্বরে এখন রাজস্থান। তারা ও লখনউ চারটি ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। কিন্তু রানের গড়ে এগিয়ে রাজস্থান। কলকাতা তিন নম্বরে। গতবারের চ্য়াম্পিয়ন গুজরাট চার নম্বরে।
একটাও ম্যাচ জেতেনি দিল্লি
দিল্লি ক্যাপিটালস চারটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। একটাও জেতেনি। দলের সঙ্গে রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন, তাও কেন হারছে দিল্লি? মঙ্গলবার ম্যাচের পর পন্টিং ও সৌরভ একান্তে কিছুক্ষণ আলোচনা করেছেন।
উত্তেজনায় ভরপুর
২০২৩ সালের আইপিএল জমে গেছে। প্রায় প্রতিটি ম্যাচে উত্তেজনা থাকছে। ২১২ রান করেও হারতে হয়েছে দিল্লিকে। একেক ম্যাচে একেকজন প্লেয়ার অসাধারণ পারফর্ম করছেন। একটি ম্যাচে না জিতলেও দিল্লির অধিনায়ক ওয়ার্নার সবচেয়ে বেশি রান করেছেন।