জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার অভিযোগ আছে ছাত্রলীগের বিরুদ্ধে৷ বিশেষ করে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলা সরকার বিরোধী আন্দোলনকে নতুন মাত্রা দেয়৷ তবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সেই হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘বৈষম্যবিরোধীরাই আমাদের ওপর প্রথম হামলা করে৷ তার ছবি, ভিডিও ফুটেজসহ সব প্রমাণ আছে৷''
তার দাবি, ‘‘এরপর তো সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়৷ আমরা তো সরকারের সিদ্ধান্ত মেনে ক্যাম্পাস ছেড়ে চলে যাই৷''
তিনি অভিযোগ করে বলেন, ‘‘কোটা তুলে দেয়ার দাবি মেনে নেয়ার পরও পরিকল্পিতভাবে জামায়াত শিবিরই নাশকতা করে৷ তারা ওই আন্দোলনে ভিতরে ঢুকে গিয়ে এসব করে৷''
সাদ্দাম হোসেন বলেন, ‘‘আমাদের সংগঠনেও শিবির নানাভাবে ঢুকে পড়েছিলো৷ কিন্তু আমরা তা বুঝতে পারিনি৷''
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘অবশ্যই আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমরা সেগুলো থেকে শিক্ষা নেব৷ অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব৷ আমাদের সীমাবদ্ধতা থেকে আমরা শিক্ষা নেব৷''