কলকাতার এমপি বিড়লা তারামণ্ডলের সাবেক অধিকর্তা ড. দেবীপ্রসাদ দুয়ারী বলেন, "অবতরণকারী যান বিক্রমের মধ্যে অন্তত আটটি গুরুত্বপূর্ণ যন্ত্র রাখা হয়েছে। চাঁদের মাটি থেকে যানের দূরত্ব, অবতরণের জায়গার মাটি এবড়োখেবড়ো কি না, তা আগে বোঝা যাবে। ভেলোসিমিটার দিয়ে যানের গতিবেগ মাপা হবে প্রতি মুহূর্তে। নামার সময় গতিবেগ হবে মাত্র দুই মিটার প্রতি সেকেন্ড।"