অন্বেষণ কুইজ বিজয়ীকে অভিনন্দন!
১৯ সেপ্টেম্বর ২০২২সঠিক উত্তর: একটি ড্রোন দিনে দশ হেক্টর জমির উপরবীজ বপন করতে পারে।
সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হলেন, মোঃ জহুরুল ইসলাম
সহকারী শিক্ষক, বেড়হাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, পাবনা, বাংলাদেশ, ফোন: 01719510472
প্রিয় জহুরুল, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন৷
সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷
ডয়চে ভেলে বাংলা বিভাগ