অনুপ্রবেশের চেষ্টা, ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি
২ এপ্রিল ২০২৫বুধবার ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে গণমাধ্যম জানায়, উত্তর জম্মু ও কাশ্মীর অঞ্চলের পুঞ্চ জেলায় অনুপ্রবেশের চেষ্টার পর মঙ্গলবার ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিবৃতিতে জানানো হয়, সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টার সময় কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরিত হয়। এরপরই "পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় গুলি চালায় ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে" বলে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ৷
বুধবার ভারতীয় সেনাবাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনো সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে ৩১ মার্চ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পর তারা জম্মুর পাঞ্জিতীর্থ অঞ্চলে অভিযান জোরদার করেছে। অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা কয়েক দশক ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে। গত কয়েক দশকে দুপক্ষের সংঘর্ষে অনেকমানুষ প্রাণ হারিয়েছেন ।
শাকিল সোবহান/এসএইচ